ছাত্রদল নেতা মাসুম হত্যা
স্ত্রী-সন্তানসহ সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের বিরুদ্ধে মামলা
প্রকাশিত : ১৭:১১, ৬ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১৭:১৭, ৬ জানুয়ারি ২০২৫
সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ হত্যায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ মামলায় লতিফ বিশ্বাসের স্ত্রী আশানুর বিশ্বাস, ছেলে আশিকুর রহমান লাজুক বিশ্বাসকেও আসামি করা হয়েছে
রোববার (৫ জানুয়ারী) রাতে বেলকুচির ক্ষিদ্রমাটিয়া গ্রামের মৃত তমিজ উদ্দিন সরকারের ছেলে আব্দুল হালিম সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলায় আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মাসুম বিল্লাহ উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মামলায় অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের স্ত্রী বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস, ছেলে দৌলতপুর ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস, বেলকুচি পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদুল হক রেজা, বেলকুচি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা সোলায়মান হোসেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া সবুর আকন্দ, চৌহালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাহার সিদ্দিকী উল্লেখযোগ্য।
মামলায় উল্লেখ করা হয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলের ডাকা টানা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধ চলাকালে বেলকুচিতে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ (২২) ও জামায়াত কর্মী আব্দুল জলিল (৫৫) নিহত হয়।
তখন থানা পুলিশ মামলা না নেয়ায় রোববার (৫ জানুয়ারি) রাতে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে প্রধান আসামি করে ৫৬ জনের নামে বেলকুচি থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
তবে এনায়েতপুর থানায় ১৫ জন পুলিশ হত্যা মামলায় রোববার দুপুরে (৫ জানুয়ারি) বেলকুচির কামার পাড়ার নিজ বাড়ি থেকে লতিফ বিশ্বাসকে গ্রেফতার করে যৌথবাহিনী।
এএইচ
আরও পড়ুন